ক্রমিক নং | সেবা সমূহ | সেবা সমূহের নূন্যতম মেয়াদকাল |
০১. | প্রশিক্ষণঃ (ক) ভ্রাম্যমান প্রশিক্ষণ(অপ্রাতিষ্ঠানিক)ঃ (খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ প্রশিক্ষণের বিষয়সমূহঃ (১)পোষাক তৈরী(০২) মৎস্যচাষ (০৩) হাঁস-মুরগী পালন (০৪) গবাদি পশুপালন (০৫) ছাগল পালন ও প্রাথমিক চিকিৎসা(০৬) কম্পিউটার (০৭) ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং (০৮) ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন (০৯) শাক-সবজি চাষ (১০) নার্সারী এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে। | (ক)০৭ দিন/১৫ দিন/৩০দিন মেয়াদী।
(খ)০১মাস/০৩মাস/০৪মাস/০৬মাস মেয়াদী।
|
০২. | যুব ঋণঃ- প্রশিক্ষণ পরবর্তী ০৩(তিন) বৎসরের মধ্যে প্রকল্প গ্রহন কারীদের আত্ন-কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। | মেয়াদকালঃ-০৩(তিন) মাস গ্রেস পিরিয়ড বাদে ২৪(চবিবশ)টি মাসিক কিস্তিতে ২৪(চবিবশ) মাসে পরিশোধ যোগ্য। |
০৩. | জলমহালঃ- যুব সমবায় সমিতি অথবা মৎস্য চাষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মধ্যে আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে ২০(বিশ) একর পর্যন্ত খাসবদ্ধ জলাশয় ইজারা প্রদান করা হয়ে থাকে। | মেয়াদকালঃ ০৩(তিন)-০৫(পাঁচ) বৎসর মেয়াদী। বিঃদ্রঃ বর্তমানে জলাশয়ের কার্যক্রম সহকারী কমিশনার(ভূমি) অফিস,সদর,নেত্রকোণা থেকে ইজারা প্রদান করা হয়। |
০৪. | অন্যান্য সেবা সমূহঃ কীটবক্স বিতরণ,স্বেচছাসেবী যুব সংহঠনকে অনুদান প্রদান, বৃক্ষরোপন,রক্তদান কর্মসূচী,রাস্তাঘাট মেরামত,পরিস্কার পরিচছন্নতা,বাল্যবিবাহ,যৌতুক ও মাদক বিরোধী, এইডস এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে উদ্বুদ্ধকরণ মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। | অর্থ বছরের যে কোন সময়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস